ঘুম নাই

ঘুম আসেনা দুটি চোখের পাতায়
আকাশের পানে তন্ময় হয়ে তাকিয়ে থাকি,
আঁধার রাতে জোছনা যেন তার আলো ছড়িয়েছে
জানালা দিয়ে সে আলোর পরশ পাই ,
আমি একটু একটু করে জোছনার আলোয় স্নান করি,
আমি আবেগে আপ্লূত হই, শিহরিত হই,
জোছনার আলো যেন হীম শীতল মনে হয় ,
আমি নিজেকে নতুন করে সাজাই এ রাতে ।

দুটি নয়ন অপেক্ষায় জাগরিত এ আঁধারে
শুধুই তোমারি আসার পথে নজর কারে,
সত্যিই কি আসবে তুমি ভুল করে এ পথে ?
সত্যিই কি ভালবাসবে তুমি আমায় বুকে নিয়ে?

নিশাচর পাখিরা বসে আছে ডালে ডালে
ক্ষণে ক্ষণে তাদের একে অপরকে ডাকাডাকি,
তাদের ছন্দে দুলিছে এ মন আমার,
আমি কম্পিত ,অনুভুতিতে সিক্ত ।

এ যেন শুধুই মাঝরাতের স্বপ্ন দেখা ,
এ যেন শুধুই মিছে আশার মালা গাঁথা ,
সবকিছুই গুঁড়ে বালি সব কিছুই বৃথা ,
কোন সে মায়া আর বাঁধনের টানে এমন ?
কোন সে পথিকের অপেক্ষায় অপেক্ষমান এ জীবন ?

কেন এত আহাজারি ,কেন এত দীর্ঘ নিঃশ্বাস ?
কেন এত আবেগ ,কেন এই আঁধার কালো আকাশ ?

জেমি খাঁন

0.00 avg. rating (0% score) - 0 votes