আপোষহীন -by Anik

আপোষহীন

লেখাঃ অনিক শিকদার

 

এই জন্মে পেলাম নাকো

একটুকরা সুখ।

জন্ম থেকেই পুড়ছি আমি

অবাঞ্ছিতা দুখ।

 

প্রথম কালেই মা হারালো

বাবার অসন্তোষ।

আমি এক দুধের শিশু

আমার কি সেই দোষ?

 

মেয়ে বলে বাড়ছি আমি

অযাচিত হয়ে।

কিশোর বেলাই মরি আমি

পাড়ার ছেলের ভয়ে!

 

স্কুলেতে যাওয়া আমার

বন্ধ হলো কবেই।

মেয়ে নাকি খারাপ ছিল

বলেছিল সবেই।

 

আমি খারাপ! তাও সবাই

দিবে আমার বিয়ে।

বর পক্ষ খুবই খুশি

মোটা পণ পেয়ে।

 

নতুন জীবন নতুন আশা

নতুন ভালোবাসা।

সবই কি মিথ্যে আমার

থমকে গেলো ভাষা!

 

পণের টাকা শেষ মানে

আমার দামও শেষ।

বাবার কাছে যাওয়ার ভয়ে

ছেড়েই দিলাম দেশ।

 

চাকরি নেব, কোথায় পাব?

কে দিবে মোরে?

এই সংসার বড়ই পাষাণ

সম্ভ্রম নিল কেড়ে!

 

পিছন ফিরে ভাবছি এবার

বেচে কি আর লাভ?

এই দুনিয়া বিশাল বড়,

সততার অভাব।

 

প্রিয়া দিদি নিল আমায়

নদীর থেকে কেড়ে।

জীবন দিল নতুন করে

এই ভুবনের তরে।

 

নতুন রূপে পুরুষলোক

বহাল থাকতে চায়।

আমি বলি থাকবি কিরে?

থাকবি আমার পায়?

 

স্বার্থপর পুরুষ সমাজ

পিছু নাহি ছাড়ে।

আর কত কাল থাকবে নারী

পুরুষ কুলের পাড়ে?

 

 

২১শে শ্রাবণ, ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes