প্রশ্ন করোনা
কেন আমার নিদ্রাহীন রক্তচক্ষু ভিজে যায় জলে – এই রুদ্দুরে
আমি কেন লুকাতে চাই, বঙ্গোপসাগর হাতের মুঠোয়,
সম্ভব অসম্ভবের নৌকা দোলাতে থাকি – সকাল বিকাল
মা – আমায় ছেড়ে যেও না – ঠোট চেপে গুমরে কেঁদে উঠি;
শরীরের অস্থির কম্পন কোন মালবাহী ট্রেনের বগীকেও হার মানায়;
কেন কাউকে পাই না – থামামে আমাকে – আদরে, অনাদরে
কেন প্রকৃত, কাউকে আমি চাইও না – এমন অভিশপ্ত জীবনে
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন এই আমি ভয় পাই – ঘুমোতে, জেগে থাকতে, বাঁচতে, মরতে
কেন ভাবি, আমি আর আমি কোথায় – অথবা কে এই আমি?
কোন সুন্দর এ – আমি আর পাইনা নিজেকে; আমাকে
অথচ কি সুন্দর – ঝাক বেধে পাখিরা উড়ে যায়, ফিরে আসে
আকাশ কেমন – ঝড়, বৃষ্টি – তাতে কি যায় আসে তাদের!
পুরানো দেয়ালে – অবহেলায় – শেওলা যেমন – তেমনি জটিলতা
মস্ত বড় বৃক্ষ আকড়ে আছে – আমায়, আমাদের – এ কোন অভিশাপ?
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন সরে যাচ্ছি আমি – পাল তোলা নৌকা আর নদীটার কাছ থেকে
কেন নদীটার আর্তনাদ আর রুখতে পারে না আমায়
দীর্ঘতর হয় হয় – একুল, ওকুল ভেংগে – খরস্রোতা, স্রোতস্বীনি হয় আরো
কেন তবুও, গতি আমার হার মানে না কোন কিছুতেই!
অন্ধ আমি দৌড়াতে থাকি – আলোর গতিতে – অথবা তারও বেশি
কেন এই পলায়ন, কেন এই মানষিক পঙ্গুত্ব
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন এই আমি আর আকাশ দেখি না – জানলা খুলি না
কোন স্বাধ নেই আর – অঝোর ধারার বৃষ্টি – বৃষ্টিতে ভিজা
কেন অন্ধকারে – দেয়ালে হাত রাখি – বিশ্বাস করি
হাতের মতই আমার পিঠ’টা এখন – দৃষ্টিহীন – আলোহীন!
কেন আমি একা চলি – কাউকে দেখার ইচ্ছা হয় না
কাউকে না, কাউকে না, কাউকে না
মা তোমাকে ছাড়া – আর, কারো বুকে মুখ লুকাতে চাই না আমি;
কে এই অন্ধকার? কার দোষে দোষী – অস্তিত্বহীন, জীবন্মৃত
কেন এই বিলাসিতা – দীর্ঘস্থায়ী অতিথী ঘোর অন্ধকারের
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন সাইরেনের বিশ্রী বিরতিহীন শব্দের সময়গুলো পিছু নিয়ে নেয়
বন্য কুকুরের মত – কামড়া কামড়ী করে স্মৃতিরা – মানুষ খেকো হয়,
মানুষেরা – নিজের ভিতর নিজের বানানো দানবই নিজেকে গিলে নেয়!
যেখানে খেয়া নাই – সে খানে – পারাপারের আসায় বসে কি করব হে?
কেন এই বাতাসের রং টা শুধু আমিই দেখি – অন্যরা বর্ন অন্ধ
কেন বৃষ্টিরা হয়ে যায় মেঘ – মেঘেরা হয়ে যায় সর্বনাশী দানব
সে এক চরম ইতিহাস – মানুষ আর বিশ্বাসের – কেন?
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
আমার প্রিয় আনিস ভাই, আমার প্রিয় হেলান পাল, আমার প্রিয় বাতাসী
কেন, প্রশন্নপুর কিংবা একলা বাড়ীটা – কিছুই টানে না এখন আমার আর
কেন ক্ষমা করবো আমি – আমাকে – অথবা সেই একজন ইশ্বরকে?
যাঁর নাম ভাংগীয়ে – খাদক – খেয়ে নেয় এই সৌরজগত
কেন ক্ষমা করবো?
কেন করবো আমি এ সব; আমার ভিতরকার দানবকেই সাজাবো এবার
অন্ধকারে – অন্ধকার দিয়ে; কেন?
প্রশ্ন করোনা
০৩ অগাষ্ট ২০১৭