পাহাড়তলি

পাহাড়তলি

লেখাঃ অনিক শিকদার

 

পাহাড়িয়া ঐ বাকা পথে

মনের চাওয়া পাওয়া।

ঘাস ফুলের অভিনন্দন

আর সুভাষিণী হাওয়া।

 

বৃষ্টিতে মাখা শ্বেতকাঞ্চন

পরাণ ছুঁইয়ে যায়,

ঘুম ভাঙ্গিবে গুলমোহরীর

অন্তরে হই ভয়!

 

নাগকেশর কি ফুল?

নাকি বিষাক্ত এক ফণী?

আলতো হাওয়ায় দেখি

আমি পাতার হাতছানি!

 

ঘাসের জলে ভিজে পা

মাথায় কচু পাতা।

পাহাড়িয়া মেঠো পথে

সেই ত দামি ছাতা।

 

পাতার ফাকে হটাৎ দেখি

পাহাড় আড়াল হয়!

এই বুঝি দেখা পেলাম

আমার প্রিয়া যায়।

 

স্বর্ণচাঁপার গন্ধধূপ

এ পথ বেয়ে আসে,

একটু-আধটু থেকে থেকে

হাওয়ায়-হাওয়ায় ভাসে।

 

পাহাড় তলে জলের ধারা

প্রিয়া খেলা করে।

পাশে কিছু বড়নখা

বায়না খানিক ধরে।

 

কাঠগোলাপের কর্ণ-দুল

প্রিয়ার কানে দুলে।

কন্ঠে প্রিয়ার নীলকণ্ঠ

ময়ূর ইর্ষায় জ্বলে।

 

সন্ধ্যামালতী আধারহীন

গায়ছে রঙের বুলি।

আবার আমি আসব ফিরে

সাধিয়ো পাহাড়তলি।

 

———১৯ শ্রাবণ ১৪২৪ বাঙাব্দ

0.00 avg. rating (0% score) - 0 votes