তবু তোমায় চাই : ।।।: শফিক তপন
————-
চিরটা কাল
ডাকিয়াছি তোমায়
আপন মনে ওগো আমার দয়াময় প্রভু,
তোমার দয়া
দিনরাত আমি মাগি
সেই দয়ার কুদরত কি দেখাইয়াছ কভু?
তোমার লীলা
শুধুমাত্র তুমিই বুঝ
কি সাজা দাও কখনযে কাহার বেলায়,
তোমার বিচার
বুঝিবার সাধ্য কাহার
মত্ত তুমি অদ্ভুত এক রহস্যময় খেলায় ।
তোমার দয়ায়
আমরা বাঁচিয়া থাকি
সব কিছুরই একমাত্র তুমিই অধিকারী,
সুখে এবং দুখে
যেভাবে রাখিয়াছ রে
তুমিই দুই জাহানের একমাত্র দিশারী ।
তুমি আমার
তেমনই আমিও তোমার
সারাটাজীবন তোমারই থাকিব আমি ।
তোমার সাড়া
খোদা পাই কিংবা না পাই
তবু তোমায় চাই হে দয়াময় অন্তর্যামী ।
——–
৩১শে জুলাই ২০১৭