এমন কষ্ট দিওনা

এমন কষ্ট দিওনা  : ।।।:  । শফিক । তপন ।
—————————-
চপাত চপাত বেত্রাঘাতে
জর্জরিত করিছে ছোট্ট নাবালক শিশুটিরে,
প্রতিবাদ নেই জোড়ালো
দেখছে মজা পাশের লোকজন তাকে ঘিরে ।

ও দাদা ওদাদা চিৎকার
আর কতযে আকুতি মিনতি ছেলেটা করে,
অসুরটার বুকে দয়া নেই
মাথায় তুলে আছার দিয়ে গলা টিপে ধরে ।

মট করে আওয়াজ হল
কোমরটা কি ভাঙল তার চিরজন্মের তরে,
এ ব্যাথা কি করে সইছে
কিজানি কি করছে সে সারাদিন রাত ধরে ।

যতবারই মনে পড়ে যায়
ছেলেটার কান্নার আওয়াজ এ বুকে বাজে,
স্বস্তি নেই ঘুমাতে পারিনা
বুকটা ভরে ব্যাথায় মন নেই কোন কাজে ।

কি অপরাধ করেছে সে
কেন এতো মারছে তারে এমন নির্দয় ভাবে ?
ওদাদা বাঁচতে দিন ওকে
এমন নিষ্ঠুর অত্যাচার করে কি ফল পাবে?

আছার আর মার খেয়ে
সে আজও বেঁচে আছে না কি গিয়েছে মরে,
তার জন্য মনটা কাঁদে
তাকে আজ আমার খুব দেখতে ইচ্ছে করে ।

এমন অসহ্য কষ্ট দিওনা
বাঁচও ওকে সে যে এ বাংলাদেশেরই সন্তান,
ঐ নির্মম নির্যাতন রোধে
আসুন সবাই বৌদ্ধ খৃষ্টান হিন্দু মুসলমান ।
——–শফিক তপন
৩রা অগাষ্ট ২০১৭

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “এমন কষ্ট দিওনা

  1. সত্যি, কবিতাটা পড়তে পড়তে মনে হল দেখতেই যেন পাচ্ছি। বাস্তবতাকে নিংড়ে তার রস তুলে এনেছেন কবিতায়। ধন্যবাদ কবি।

Comments are closed.