শেষ দেখা
““““““`
আধারস্থ কায়া,
সাথে রজনীর মায়া,
রজনীগন্ধার ঘ্রাণে
সখি মিশেছে তার ছায়া!
খুঁজেছি তারে,
বনে-জঙ্গলে-পাহাড়ে,
অসীমতটীয় নদে!
উপকূল বলেছিল…
সে ত এসেছিল…!
তবে কোথায়?
কোথায় মোর কালা?
পরাণ যে আর সহে না জ্বালা!
অস্থিরসংকল্প ব্যধিরূপ নিয়েছে প্রায়!
শঙ্কাকুল স্বপ্নলোক পুড়িয়েছে,
বনের পাখিকে দিয়েছে স্তব্ধতা।
অপলক হরিনী,
অচল ময়ূরী,
অসাড় সন্ধ্যা।
কোথায়?
কোথায় মোর কালা?
তারে ছাড়া আমার
এই সংসারে আর
কিছুই যে নেই অবলম্বন করার।
সে কি আসবেনা?
আর কখনওই না?
তবে কি আর হবে না,
হবে না শেষ দেখা?
—————————–অনিক
——– ১৭ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
শতাধিক পছন্দ করার জন্য সবাই কে সহস্রাধিক শুভেচ্ছা।