মন
কতযে লিখেছি কবিতা আমিযে সারাটা জীবন ভর
কখনো বুঝিনি আমার মাঝেই ঘুমিয়ে রয়েছে পর।
কখনো লিখিনি তেমন কবিতা বুঝিনি তাহার রূপ
আমার ভিতরে লুকিয়ে সে’জন আমাকেই বলে চুপ!
যেভাবে বলিব সেভাবে চলিবে সারাটা দুনিয়া থাক,
ও’দিকে তোমার সারাটা জীবন রসাতলে যায় যাক।
যদিও তোমাকে হাসায় কাঁদায় এমন রসিক জন!
আত্মার সাথেই জরিয়ে রয়েছে, নামটি তাহার মন।
শুননা কখনো তাহার আদেশ যদিবা মানুষ হও
তোমার কাছে যে বিবেক রয়েছে তাহার দুয়ারে যাও।