বাতাসে ভাসে বারুদের গন্ধ
লক্ষ্মণ ভাণ্ডারী
কানপেতে শোন ঐ ধ্বংসের দামামা
বাতাসে ভাসে বারুদের গন্ধ,
বুলেটের গর্জনে কেঁপে ওঠে বসুধা
ধরায় হোক শিশুহত্যা বন্ধ।
বুলেটবিদ্ধ ঐ শিশুদের আর্তনাদে
থেমে যায় বিহগের কোলাহল,
শিশুহারা জননীর বুকফাটা কান্নায়
পৃথিবী নীরবে মোছে আঁখিজল।
শিশুপ্রাণ ছিন্নভিন্ন আছে পড়ে মৃত্তিকায়
কচিকচি নিষ্পাপ শিশুদের মুখ,
ধ্বংসের বিভীষিকা, এল নেমে দেশজুড়ে
জননীর কান্নায় ফেটে যায় বুক।
হায়রে হতভাগ্য! অবোধ শিশুর দল
ওরা তো জানে না জীবনের মূল্য,
নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়ে নিল যারা
মানব নয় ওরা নর-দানবের তুল্য।
কে আছো মহামানব বধিতে নরদানব
নেমে এসো পুনর্বার ধরাতলে,
সুন্দর সৃষ্টি আজি ধ্বংসের লীলাভুমি
মৃত্তিকা সিক্ত হয় রক্ত অশ্রুজলে।