রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
আজকে সাঁঝের বেলা,
আকাশজুড়ে কালো মেঘে
আলোক মালার খেলা।
থেকে থেকে মেঘের গর্জন
বৃষ্টি পড়ে মুষলধারে,
অশনিভরা বিজুলির আভা
পথ দেখায় অন্ধকারে।
পথের পাশে বটের গাছে
পাখিরা বাসায় থাকে,
বেড়ার ধারে পুকুরপাড়ে
ব্যাঙগুলো সব ডাকে।
শ্রাবণ মাসে বাদল ধারা
অঝোরে ঝরে অবিরাম,
অজয় নদীর বাঁধ ভেঙেছে
জলে ভাসে গোটাগ্রাম।