কাকডাকা এক ঘুমহীন সকালে
স্বপ্ন বিভোর এক পথিক এসেছিল
তোমাদের এ ধুসর নগরীতে।
আলো বাতাসহীন জন্জালে ভরা
বিষবাষ্পে আবদ্ধ এ কন্টেইনারে
যমদূত রোজই আসতো তার প্রাণ নিতে।
বহুদুর বহুক্রোশ হেঁটে
পথিক আজ ক্লান্ত
তবুও একটুকো চোখ বুজেনা সে,
চেয়ে থাকে অপলক
ঘুমোলে যদি কেউ চলে যায়
তার স্বপ্নের সুতো কেটে।
ইট পাথরের এ নগরীতে
আপন তার কংক্রিটের দেয়াল,
পরিচিত এই রাজপথ
কথা বলে যেন তার সাথে,
কে জানে স্বপ্ন রাখার
বোকা বাক্সটা খুজে পাবে
সে আর কতটা পথ হেঁটে !
শুনতে কি পাচ্ছ পথিক,
এ নগরীর ইট পাথরের কান্না
তবুও ভেবোনা তুমি,
একদিন পাবেই তা খুজছ যা,
সুখই তো, যাপিত জীবন শেষে
হয়তো পাবে তা আরেকটু দেরীতে ।
যমদুতের মতো ঘিরে ধরা
এই বিষবাষ্প, এ বদ্ধ হাওয়া,
হলুদ বাতির নিচে ভেসে বেড়ানো
পোড়া মোবিলের এ ঝাঝালো গন্ধ
ভালবাসি খুব, স্বপ্নের খোজে
তোমার মতো করেই
তাই নিরন্তর হেঁটে বেড়াই
প্রানহীন এই ধুসর নগরীতে ।।