তুমিহীনা

কেন আমার জীবনে
তুমি জড়ালে?
কেন হারিয়ে আঁধারে
স্বপ্ন ফুরালে?

নিশাচর এ রাত আমার
কাটে ভেবে ভেবে,
স্বপ্নহীন চেয়ে চেয়ে
সকাল কি হবে?

তুমি বল না…
তুমিহীনা এ জীবনে
কবে রাত পোহাবে?
আমার সকাল কি হবে?

উদাসী এই আকাশ আমার
আজও তারায় ভরা,
চাঁদটাই হারিয়ে যেন
অাজ মন দিশেহারা।

চেনা এই পথ চেয়ে চেয়ে
কত শ্রাবন যাচ্ছে চলে,
স্বপ্ন মুঠো করে
কেন অবেলায় হারালে?

তুমি বলনা..
তুমিহীনা এই জীবনে
আলো কি রবে
আমার সকাল কি হবে?

0.00 avg. rating (0% score) - 0 votes