গাঁয়ের ছায়া মাটির মায়া

গাঁয়ের ছায়া মাটির মায়া

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের ছায়া মাটির মায়া

গাঁয়ে আছে মাটির ঘর,

তরুর শাখায় পাখিরা গায়

পুলকিত হয় অন্তর।

 

কুসুম কাননে মধু আহরণে

ছুটে আসে অলি দল,

দিঘির জলে মরাল খেলে

ফোটে সোনার কমল।

 

নিয়ে গরুপাল গাঁয়ের রাখাল

বাজায় বাঁশের বাঁশি,

মাটিতে সরস স্নেহের পরশ

লাঙল চালায় চাষী।

 

পথের বাঁয়ে তরুর ছায়ে

ক্লান্ত পথিকেরা বসে,

যেদিকে চাই দেখিতে পাই

গগন দিগন্তে মেশে।

 

নদীর বাঁকে ঝাঁকে ঝাঁকে

সাদা বকের সারি ওড়ে,

বধূরা ঘাটে আসে জল নিতে

বেলা আসে যেই পড়ে।

 

আঁধার নামে নির্জন গ্রামে

জোনাকিরা সব জ্বলে,

চাঁদ ওঠে তারারা ফোটে

দূর আকাশের কোলে।

0.00 avg. rating (0% score) - 0 votes