— কি অদ্ভূত তুমি,
এতদিন পর ফিরলে !!
মিথ্যুক এক অবিবেচক তুমি,
সারাটা জীবন শুধু কাঁদিয়েই গেলে।
তুমি নিষ্ঠুর, খুব খারাপ;
কথা দিয়ে কথা রাখনা।
এ শ্রাবনে কত বৃষ্টি,
আমি একা ভিজলাম।
স্বার্থপর তুমি এক,
কখনো তার খোজও নিলেনা।
জান তুমি,
তোমাকে কত খুজেছি !
তোমার ঐ প্রিয় ব্যালকনিটায়,
বারবার ছুটে গেছি আমি।
কই, সেখানেও নেই তো!
পাগলপ্রায় আমি,
কতবার গিয়েছি
ঐ বৃষ্টি ভেজা ছাদটায়।
নিষ্ঠুর তুমি এক,
অসময়ে হারিয়ে
খুব কষ্ট দিয়েছ আমায়।
— কই হারিয়েছি আমি,
অস্থির এক মানুষ তুমি।
এ যুগে কিছু হারালে,
কেউ কি তা ফিরে পায়,
তুমি তো..
ঠিকই পেয়েছ আমায়।
মিছেই কেঁদেছ তুমি,
ভেবেছ কেন,
মরে গেছি আমি।
এত ভেবোনা তো তুমি,
আরও সহস্র বছর
তোমায় না জ্বালিয়ে,
মরবো না আমি।
আমি তো চলে গেছিলাম,
আবারো ঐ পথটায়।
পথটার শেষে একটা দেয়াল,
যেখানে সবাই হারায়।
দেয়ালটার সামনে,
আমি আনমনা হয়ে দাড়িয়েছিলাম।
কে যেন জোর করে,
দেয়ালটার ওপারে
পাঠিয়ে দিতে চাচ্ছে আমাকে।
হঠাৎই পিছু ফিরে চাইলাম,
দেখলাম উদ্ভ্রান্ত এক তোমাকে।
অদ্ভূত এক শক্তি পেলাম,
ছাড়িয়ে নিলাম নিজেকে।
আজ মেঘলা আকাশ নেই,
নেই কাঠফাটা রোদও,
আজ ঝড়ো হাওয়া নেই,
নেই কাকভেজা বৃষ্টিও,
তবুও ফিরলাম,
তুমি যে খুজছ আমায়।
তাইতো ফিরেছি আবার আমি,
ফিরলাম তোমার ভালোবাসায়।
কথা দিচ্ছি আর যাবনা,
ঐ পথটায়, ঐ দেয়ালটায়।
আচ্ছা, দেয়ালটার ওপারে,
সবাই কেন হারায় !!