দুটো পাখি, একটা আকাশ
কত স্বপ্নের ভিড়,
দেখোনা জানালায় বৃষ্টি পড়ে
আনমনে ঝিরঝির।
আমি ডুবে যাই
তোমার ঐ দুটি চোখে।
আমি হারিয়ে যাই
তোমার ঐ আকাশে।
যে আকাশে ঐ গাংচিল উড়ে
যে আকাশে তোমার স্বপ্নেরা ভীড় করে।
আমি হারিয়ে যাই
সেই আকাশে।
আমি জ্বলতে চাই
তোমার ঐ আগুনে।
আমি হারিয়ে যাই
তোমার ঐ ফাগুনে
যে ফাগুনে আনমনা বাতাস খেলা করে
যে ফাগুনে তোমার কালো টিপ,
আমার মন কাড়ে
আমি হারিয়ে যাই
সেই ফাগুনে।
আমি ভিজতে চাই
তোমার ঐ বৃষ্টিতে
আমি হারিয়ে যাই
তোমার ঐ বাতাসে
যে বাতাসে উদাসী মেঘ কথা বলে
যে বাতাসে তোমার অবাধ্য চুল ঢেউ খেলে
আমি হারিয়ে যাই
সেই বাতাসে।