আজ তুমি নাই পাশে //// শফিক তপন
তুমি নাই আজ আমার পাশে
জানিনা কিভাবে আমি এত ব্যাথা সহি,
আমি একান্ত তোমারই ছিলাম
তোমারই আছি তাই আজও একা নহি ।
মনের কথাও লিখিতে পারিনা
আবার আমি পারিনা থাকিতে ভুলিয়া,
দৃষ্টির অন্তরালে লুকাইয়া থাক
বুঝাইতে পারিনা সেই সব কথা খুলিয়া ।
ফুটিবার আগেই মলিন হইয়া
মনের বাগানে ঝরিয়া পড়িয়া যায় ফুল,
আশা কিংবা স্বপ্ন নাই আমার
শুধু কবিতার বুকে লুটাইতে হই ব্যাকুল ।
প্রকৃতির বুকে বিশুদ্ধতা খুঁজি
পৃথিবীর বিষ বায়ূ ভরা পরিবেশ দূষিত,
হৃদয়ে পড়িয়াছে উহার প্রভাব
তাঁহার মিথ্যা অপবাদে হইয়াছি ভূষিত ।
ভাঙা মনের জানালায় সর্বদা
বসিয়া উঁকি মারিয়া থাকে কেহ একজন ।
তাঁহাকে আজ চিনিতে পারেনা
বুঝিতে পারেনা আমার এই নিরুদ্ধ মন ।
ছোট্ট এই মনটা আমার কাঁদে
ব্যাথায় ভরা এই বুকে কত যে অভিমান,
নীরব কবিতার পাতায় পাতায়
খুঁজিয়া ফিরি তব সমর্পিত ব্যাথার দান ।
——-
২৪শে জুলাই ২০১৭