কিছু কথা ছিল
ভেবেছি রাখব লিখে ডাইরির পাতাগুলোতে
উইপোকাগুলোর বা দোষ কি?
ক্ষিদের তাড়নায় ছিন্নভিন্ন করেছে পাতাগুলো
প্রতিটি রাতে চুপিচুপি মৃত্যুরুপি দানব তান্ডব করে স্বপ্নের মাঝে
একদিন চলেই যাব
দুগজ জমিতে কি চিরতরে হারিয়ে যাবে অব্যক্ত কথাগুলো
শোনায় বা কারে, সেও যে শুয়ে চির নিদ্রায়
দু গজ জমির নীচে।