গাঁয়ে আছে ছোটদিঘি

গাঁয়ে আছে ছোটদিঘি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ে আছে ছোটদিঘি কালো তার জল,

গাছে গাছে পাখি সব করে কোলাহল।

পাড়েতে আমের গাছে কোকিলের গান,

টিয়া এসে শিস দেয় মেতে ওঠে প্রাণ।

 

দিঘিঘাটে জল নিতে বধূ সব আসে,

দুই ধারে ধানখেত রাঙা পথ পাশে।

রাঙাপথে লালধূলো গোরুগাড়ি চলে,

শালিকের ঝাঁক এসে উড়ে দলেদলে।

 

দিঘি জল সোনা রোদে করে চক চক,

পাড়ে বসে মাছ খায় সাদা এক বক।

বেলা পড়ে আসে যেই শানবাঁধা ঘাটে,

পড়ন্ত বিকেলে রোজ সূর্য বসে পাটে।

 

সাঁঝের আঁধার নামে পদ্ম দিঘি ঘাটে,

চাঁদ উঠে তারা ফুটে নিশি রাত কাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes