গাঁয়ের মাঝখানে আটচালা
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাঝখানে আটচালা,
সেথা বসে রোজ পাঠশালা।
গুরু-মশাই বসেন চেয়ারে,
ছাত্রেরা বসে তাঁর চারিধারে।
পথের ধারে চায়ের দোকান,
বেঞ্চি পাতা থাকে দু-চারখান।
সবাই থাকে বসে সারে সারে,
চা খায় সকলে মাটির ভাঁড়ে।
এ মাটিতে ফলে সবুজ সোনা,
ধানের মরাই যায় না গোনা।
চাষীরা সবাই মাঠে করে চাষ,
সুখেই থাকে ওরা বারোমাস।
গাঁয়ের কুমোর কলসি গড়ে,
থাকে সবে ওরা মাটির ঘরে।
গাঁয়ের কামার কামারশালায়,
সারাটা দিন হাতুড়ি চালায়।
গাঁয়ের তাঁতি বোনে ধূতিশাড়ি,
গাড়োয়ান চালায় গোরুর গাড়ি।
গাঁয়ের জেলে রোজ ধরে মাছ,
গাঁয়ে আছে তাল সুপারি গাছ।