♠♣ সব্জীওয়ালা ♣♠

========= সব্জীওয়ালা ==========
________====<<<>>>====________
স্বপ্নজয়

আমার বাড়ির পাশদিয়ে যেত এক সব্জীওয়ালা,
ঠেলা নিয়ে আসতো সে প্রতিদিন সকাল বেলা।
আনতো সে অনেক সব্জী,থাকতো কতো শাক,
ও দিদি ও বৌদি সব্জী নেবে বলে দিতো ডাক।

সে দেখতে একটু কালো,মনটা তার সাদাসিধে,
পাড়ার বৌয়েরা যেত সব্জী তার কাছেতে নিতে।
সব্জী বেঁচতে এসে সে গান গাইত আপন মনে,
সকলে সব্জী কিনতো আনন্দে তার গান শুনে।

গানের মধ্যে আছে যাদু শুনি একাবসে আমি,
এটা অবশ্য ঠিক তার ওই গানের কণ্ঠটা দামি।
সব্জী নিয়ে আসলে পরে ভীর হতো তার কাছে,
গানের সুরে বলতো,সবতো টাটকা সব্জী আছে।

গ্রামে সব্জী বেঁচে আর আনন্দে করে কিছু গান,
গ্রামেতে সব্জী বেঁচে বাঁচাই সে পরিবারের প্রান।
সকাল থেকে সব্জী বেঁচে,দিন কাটে তার আনন্দে,
সব্জী বেঁচে বাড়ি ফিরতে হয়ে যেতো তার সন্ধ্যে।

___<<<<<<<<<<<>>>>>>>>>>>___

সঞ্জয় কীর্ত্তনীয়া
বেতাই // নদীয়া
১৫/০৭/২০১৭

0.00 avg. rating (0% score) - 0 votes