========= অভিপেক্ষা =========
<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
“স্বপ্নজয়”
সঞ্জয় কীর্ত্তনীয়া
নতুন করে বলার কিছু নেই তোমার কাছে,
প্রথম থেকে আজও সেই ভালোবাসা আছে।
মনেপড়ে বারবার স্মৃতি গুলো হয়েছে ব্যাথা।
ভুলে গেছো তুমি হয়তো পুরানো সেই কথা।
কতো সময় কাটিয়েছি দুজনে গাছের তলা,
দেখা করতে আসতাম ঠিক বিকাল বেলা।
গাছের তলাতে বলেছি মনের কথা দুজনে,
মনের কথা লাগতো মধুর পাখির কুজনে।
তোমার অভিমানের জানিনা কারণটা কিছু,
এতো অভিমান আমার ওপর সত্য না মিছু।
আমায় কেনো একা করে গেছো তুমি চলে?
ফিরে এসো একটি বার সব অভিমান ভুলে।
=========== অভিমান ==========
সঞ্জয় কীর্ত্তনীয়া
বেতাই★নদীয়া
১৪/০৭/২০১৭