অনুকবিতা -১

মরে গেছে সব অভিমানগুলো
শুকিয়ে গেছে শেষ অশ্রুবিন্দুও।
 
একটু খুশির বৃষ্টির আশায়
উতলা মনন, বোঝানো দায়
চেয়ে আছে তবু রাহ-এর অভিমুখে
নামবে কি খুশীর অঝোর বৃষ্টি ঝরঝর করে।
0.00 avg. rating (0% score) - 0 votes