গাঁয়ের মাটিতে ভালবাসা

গাঁয়ের মাটিতে ভালবাসা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের মাটিতে ভালবাসা,

লুকিয়ে আছে লক্ষ আশা।

গাঁয়ের টানে মাটির টানে,

ফিরে আসি যেন এ গ্রামে।

 

গাঁয়ে ফলে সোনার ফসল,

গাছে গাছে ধরে ফুলফল।

সবুজ মাটিতে সোনা ফলে,

মরাল ভাসে দিঘির জলে।

 

গাঁয়ে সবার মাটির বাড়ি,

তাল খেজুর সারি সারি।

থাকে সবাই মাটির ঘরে,

সুখ শান্তি বিরাজ করে।

 

রাখাল বসে বাজায় বাঁশি,

এ গাঁকে আমি ভালবাসি।

প্রভাতে শুনি পাখির গান,

শুনি কোকিলের কুহুতান।

 

শানবাঁধানো পুকুরঘাটে,

বালকেরা সাঁতার কাটে।

গাঁয়ের বধূ কলসী কাঁখে,

রাঙাপথে দাঁড়িয়ে থাকে।

 

গাঁয়ের মাঝি খেয়া বায়,

গান গেয়ে নৌকা চালায়।

দিনের শেষে সাঁঝবেলায়,

আসে ফেরে আপন গাঁয়।

 

গাঁ আমার, মাটি আমার,

যেন ফিরে আসি আবার।

গাঁয়ের মাটিকে ভালবেসে,

থাকতে পারি মিলেমিশে।

0.00 avg. rating (0% score) - 0 votes