শ্রাবণে বাদল ধারা

শ্রাবণে বাদল ধারা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

শ্রাবণে বাদল ধারা ঝরে অবিরাম,

প্লাবনের জলে ভাসে ওপারের গ্রাম।

উথাল পাথাল নদী প্রবল জোয়ার,

গগনেতে ঘন কালো মেঘ চারিধার।

 

বরষার জল মাখি মেতে ওঠে ধরা,

পথেঘাটে বহে জল খেত জলে ভরা।

বিদ্যুত ঝলসি ওঠে আকাশের গায়,

মেঘেরা হুঙ্কার ছাড়ে ঘন বরষায়।

 

পথঘাট কাদাজলে হয়েছে পিছল,

নদীবাঁধ গেছে ভেঙে গাঁয়ে ঢোকে জল।

শ্রাবণেতে ভরা গাঙ বহিছে প্লাবন,

বরষার দিনে আজি পুলকিত মন।

 

 

এপারেতে বৃষ্টি নামে মুষল ধারায়,

একূল ওকূল নদী দুকূল ভাসায়।

শ্রাবণে বাদল ধারা অবিরত ঝরে,

খালবিল নদীনালা সব জলে ভরে।

0.00 avg. rating (0% score) - 0 votes