হলুদীয়া পাখী

https://www.facebook.com/ShafiqTapanAustar/videos/1715378485143853/

হলুদীয়া পাখী     ।।।  শ ফি ক  ত প ন 

——————–
একটি হলুদীয়া পাখী যাহার সোনার বরণ,
মৃগয়াক্ষীতে যাদু তাঁহার জ্যোতির্ময়ী গড়ন ।
ফুল বাগীচায় আনমনে বেড়ায় সে ঘুরিয়া,
রেশমী কেশ তাহার ভাসে বাতাসে উড়িয়া ।

হাঁটে সবুজ ঘাঁসে কিংবা ঝর্নার চারি ধারে,
অপলক নেত্রে নিশ্চুপ আমি দেখি তাঁহারে ।
তাঁহার নগ্ন কোমল পা ভিজে ঝর্ণার জলে,
নির্মল বায়ূ লুটাইয়া পড়ে শাড়ীর আঁচলে ।

নৈসর্গিক আবেশে সে অবগুন্ঠিত নিরন্তর,
যেন প্রকৃতি কর্তৃক বিধৃত হইয়াছে দিনভর ।
আমার অবাদ্ধ অশান্ত দৃষ্টি তাঁহার পানে,
অনিরুদ্ধ এক আকাঙ্খা তাঁহার প্রতি টানে ।

ঐ আঁখির ফাঁদে পড়িয়াছে আমার আঁখি,
যেথায় আমার অবুঝ হৃদয় গিয়াছে মাখি ।
হলুদীয়া পাখীর দিবা স্বপ্নে আমি বিভোর,
তাঁহাকে যেন বাঁধিয়াছে আমার প্রেমডোর ।
———————-
15 April 2017
২রা বৈশাখ ১৪২৪
শনিবার

0.00 avg. rating (0% score) - 0 votes