-কি করছ, তুমি বলতো
উদ্ভ্রান্তের মতো
এদিক ওদিক করে
ঐ ব্যালকনিটির ধারে
রেলিং এর যেখান টাতে
মাঝ দুপুরে বসেছিল একজোড়া চড়ুই।
আসলেই কি খুজছ তুমি, বলতো?
-ওহ, আমি,
আমি তো খুজছি পথ,
ব্যালকনির ঘা ঘেষে
ওরা যে চলে গেল
ঐ নীল সমুদ্রের ধারে
অচেনা সেই পথ।
জানো,এ হাওয়ায়
দম বন্ধ হয়ে আসছে আমার!
স্বপ্নগুলো যদি হতো ডানা
আমি হতাম শুভ্র গাঙচিল।
এ আকাশ ও আকাশ করে
চলে যেতাম দিগ্বিদিক।
আর এখন..
আমি আছি আমারই আকাশটায়
পার যদি,
এই মন খারাপের রাতে
এক পশলা বৃষ্টি হয়ে
ছুয়ে যেও আমায় ।।