যতই ব্যাথা দিবে সইব /// শফিক তপন
———————————-
যতই ব্যাথা দিবে সইব
তবুওযে তোমাকেই ভালবেসে যাব,
তোমাকে নাইবা পেলাম
তোমার বিরহেরই যন্ত্রণাতো পাব ।
তবুওযে তোমাকেই ভালবেসে যাব,
তোমাকে নাইবা পেলাম
তোমার বিরহেরই যন্ত্রণাতো পাব ।
তুমি দু:খ দিতে জান
দিয়েছ তা মোরে অনেক যত্ন করে,
তাই কাঁটার আঘাত
সয়েছি আমি সারাটা জীবন ধরে ।
সুবাস দাওনি কখনো
শুধু কষ্টই দিয়েছ ভালবাসার চেয়ে,
তাই কষ্ট সহ্য করেছি
এজীবনে তোমার সৌরভ না পেয়ে ।
ফুলের সুবাসের চেয়ে
কাঁটার আঘাতই বেশী ভাললাগে,
তাই আজও তোমাকে
ভালবাসার সাধ মনে বেশী জাগে ।
৩রা মে ২০১৭ইং