তুমি দেখে যাও //// শফিক তপন
——————————————–
তুমি দেখে যাও
শূন্যতা ছাড়া আজ আমার মধ্যে আর কিছুই নেই,
তুমি দেখে যাও
মরুভূমির মত শুষ্কতা আমার ভিতরে সব কিছুতেই ।
তুমি দেখে যাও
পরিত্যক্ত নিস্তব্ধ অট্টালিকার মত শুধু চেয়ে থাকা,
তুমি দেখে যাও
আমার এক্ষুদ্র হৃদয়টি আজ অসহ্য বেদনায় ঢাকা ।
তুমি দেখে যাও
আমি ভুলিনি আমার যাকিছু নিয়ে গেছ চিরতরে,
তুমি দেখে যাও
এবিষাক্ত পৃথিবীতে আমার আঁখি জলে রয় ভরে ।
তুমি দেখে যাও
এ হৃদয় কেমন করে সয় তোমার চলে যাওয়া দূরে,
তুমি দেখে যাও
তোমার বিরহ বেদনার মিনার আমার হৃদয় জুড়ে ।
২রা এপ্রিল ২০১৭ইং