ঝড়ো হাওয়া

দেখো তো ঐ বাতাস গুলো,
কি উদ্ভ্রান্ত, অশান্ত কেন এত?
কি তুমি, বাতাস দেখা যায়
পাগলের প্রলাপ বক যত!!
দেখছো অবাধ্য নারিকেল গাছগুলো
বারবার অযথাই
সূর্যের সামনে থেকে যাচ্ছে দুরে সরে!!
রৌদ্র মেখে দিচ্ছে আমার মুখে,
আমার শরীরে..
এখানে ওখানে যত্রতত্র!!

এ হাওয়ায়
পালের তরী ভাসে কি মাঝি,
বলনা আমায়
এ স্রোতের শেষ কোথায় ???

0.00 avg. rating (0% score) - 0 votes