বাংলার গাছে পাখিরা ডাকে

বাংলার গাছে পাখিরা ডাকে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

বাংলার গাছে পাখিরা ডাকে

বাংলার গাছে ধরে ফল,

বাংলার মাটিতে স্নেহের ছায়া

বাংলার নদীর শীতল জল।

 

বাংলার মাটিতে লাঙল চষে

চাষীরা ফলায় সোনার ধান,

বাংলার উল্লাসে হৃদয় নাচে

মেতে ওঠে সবার প্রাণ।

 

বাংলার মাঝি নৌকা চালায়

ভাটিয়ালি গানের সুরে,

বাংলার আকাশে পাখা মেলে

ধবল বলাকা চলে উড়ে।

 

এই বাংলার গাছের ছায়ায়

ছোট ছোট মাটির ঘর,

মাটির ঘরে মাটির মানুষ

সুখে থাকে সদা পরস্পর।

 

বাংলার মাটি বাংলার জল

বাংলার মাটি সুখের ধাম,

বাংলার নদী বাংলার মাঠ

মাটি মাকে জানাই প্রণাম।

0.00 avg. rating (0% score) - 0 votes