টান
———-নিয়াজ মাহমুদ
জলে মাটির টানরে ও ভাই জলে মাটির টান
ঝাউ বনেতে শণ-শণ-শণ মলয় খুশির গান।
আকাশ ভরে মেঘ এসেছে
বানের জলে কূল ভেসেছে
মেঘেরা সব ভির করেছে
উাথাল-পথাল প্রাণ।
জলে মাটির টানরে ও ভাই জলে মাটির টান।
এ’কূল-ও’কূল গর্জে গেলো কেউ পাতেনি কান।
আমার আকাশ মেঘে ভরা
তেমনি খুশির বাঁধন হারা
মনটা আমার পাগল পাড়া
আছড়ে পড়ার ভান।
এ’কূল-ও’কূল গর্জে গেলো কেউ পাতেনি কান।
বরষা্ বাদল সবই গেল টান রয়েছে টান।
গর্জণে আজ আকাশ ফাটায়
আমার মাঝে আমি কোথায়
অসার সুরে বাদল ঝরায়
ভিজে মাটির ঘ্রাণ।
কি সুর বাজে হৃদয় মাঝে গান শুনে যাও গান।
দুমরে মুছড়ে মহা সাগর টান মেরেছে টান।
এ’টান আমার টুটলোনারে
দিনে দিনে রঙ-বাহারে
দিবা নিশি যন্ত্রণারে
বিষিয়ে দিলো প্রাণ।
দুমরে মুছড়ে মহা সাগর টান মেরেছে টান।
টানে টানে তোমার পানে ছুটছে আমার প্রাণ।
বাহীরটা তার এতই নিবীর
ভেদ গেলোনা এতই গভীর
কাঁচের গড়া ঠুনকো প্রাচীর
ভেঙ্গে হলো খান।
ছুটলোনারে সূতায় বাধাঁ রঙিন ঘূড়ির টান।