কালো মেঘে ছেয়েছে আকাশ
লক্ষ্মণ ভাণ্ডারী
টুপুর টাপুর বৃষ্টি ঝরিছে, দূরের আকাশ হতে,
অঝোর ধারায় বাদল ঝরে রাঙা মাটির পথে।
ওপারেতে বৃষ্টি নামে যায় না দেখা গাছপালা,
অজয়নদে বান ডেকেছে ভরে গেছে নদীনালা।
বাঁধের ওপরে ব্যাঙগুলো করে কত কোলাহল,
নদী বাঁধ ভেঙে গেছে সারা গাঁয়ে ঢোকে জল।
অজয়ের ঘাটে যাত্রীরা সব ওপারে যেতে চায়,
ওপার থেকে খেয়া মাঝি তরী আনে কিনারায়।
কালো মেঘে ছেয়েছে আকাশ, আঁধার চারিধার,
বিজুলি জ্বলিছে গগনে, ঘনমেঘ ছাড়িছে হুংকার।
মাঠ ঘাট খালবিল নদীনালা সবই জলে জলাময়,
ভেঙেছে নীড়, নীড়-হারা পাখিরা আজি নিরাশ্রয়।
আষাঢ়ে মেঘ ডাক দিয়েছে বাদলের ধারা ঝরে,
সারাদিন আজি অবিশ্রান্ত টুপুর টাপুর বৃষ্টি পড়ে।