প্রেম করেছি গোপনে

প্রেম করেছি গোপনে /// শফিক তপন
————
প্রেম করেছি গোপনে
আমার আল্লাহ নবীর সনে,
বেঁধেছি প্রেমেরই ঘর
আমার এই অন্তরের ভিতর ।

আত্মায় বাস খোদার
ঈশারাতে ডাকি যে বারবার,
কি আনন্দ প্রেমে তার
ভুলে যাই এই জগৎ সংসার ।

পারিনা ভুলতে তারে
যাই ছুটে আল্লাহর দরবারে,
করে যাব তার ধ্যান,
যতক্ষন রবে এ দেহে জ্ঞান ।
—–
১৫ই জুন ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes