তোমারই জান্নাত

তোমারই জান্নাত /// শফিক তপন
——————–
হে দয়াময় তোমায়
দিন রাত আমি এতযে ডাকি,
তবু কেন মনে হয়
আরো কিছু থেকে যায় বাকী ।

আল্লাহ নবীর নাম
আমার প্রতি দমে দমে আসে,
হাদীস কোরান সব
আমার চোখের তারায় ভাসে ।

তুমি ছাড়া দুনিয়াতে
আমার আর কোন মাবুদ নাই,
আমি যেন পাই খোদা
তোমার পবিত্র দরবারেতে ঠাঁই ।

নামাজ কালাম পড়ি
সে তো আমার বেহেস্তের চাবি,
আর যে কিছু চাইনা
তোমারই জান্নাতের এক দাবী ।
——–
১২ই জুন ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes