হারালাম আমিও

আমিও হারালাম
কোন এক ঝড়ো শ্রাবনে,
অগোছালো বাতাসে
ঝরে পড়া ঐ
শুকনো পাতাটার মতো।

আমি ভালোই আছি,
এখানে নেই কোন
বাধ্যগত নীরবতা,
কেউ কষ্ট দিলে
মচমচ শব্দ করে জানিয়ে দিই
আমার অভিমান যতো।

আমিও হারালাম
যেমন হারায়
তোমার আকাশ থেকে
সদ্যই পড়া
কোন এক বৃষ্টির ফোটা ঐ
ঐ পদ্মপুকুরের এক কোনায়।

আমি ভালোই আছি
মিশে গেছি এখানটায়
কোটি কোটি বিন্দুর সাথে
আলাদা করার সাধ্য কার,
কখনো দুঃখ এলে
আবেগের সমুদ্রে গা না ভাসিয়ে
ঢেউ তুলে দেই ঐ কচুরিপানায়।

জানি আমি
জিজ্ঞাসু ঐ মন তোমার
ভরে গেছে প্রশ্নাতুর চোখে
তাকিয়ে থাকা ছোট্ট ছোট্ট কৌতুহলে ।
হয়তো ঘুমভাঙ্গা সকালে,
কিংবা মাঝ দুপুরে
না হয় ক্লান্ত এক বিকেলে
অথবা ঝিঝি পোকার ডাকে
কোন এক মন খারাপের রাতে,
নিঃসীম নিরবতা ভেঙ্গে
শুকনো হাসি দিয়ে
বলব আমি,
অতঃপর ফিরলাম
শুধু তোমাদেরই ভালবাসায়।।

0.00 avg. rating (0% score) - 0 votes