— কি তুমি বলতো!!
রাত্রি দেখ তুমি?
এ বৃষ্টির মানে বুঝ?
নাহ, বিশ্বাস করিনা আমি
এ প্রলাপ তোমার,
রীতিমত অসম্ভব।
সব কিছু বুঝে নাও
কেন এ অসম্ভবের,
অযথাই কেন ডেকে আনো আমাকে
ছুয়ে থাকো এ হাতটাকে,
কবিতায় ভরা এই ছাদটাকে।
— বুঝবে তুমিও
দেখ , ঐ যে দুরে
রাত জাগা হাইওয়ে এর,
ঘুমিয়ে পরা কোন এক ড্রাইভার।
ধুলো ভরা ঐ রাজপথ,
কত মানুষ,কত ভীড়!
ভীড়ের মাঝে কেউ
তুমি কিছু কি শুনতে পাও…
এ আমিও আমার।
এ আকাশও আমার।