আবার মৃন্ময়

যুদ্ধে যেতেই আমরা ধরায় এলাম
    হবো তীরবিদ্ধ হবে রক্তক্ষরণ
    হোক যন্ত্রণা হোক দুঃখ জ্বলন
যদি মানুষে ফোটে হাসি,স্বর্গ পেলাম।

কেউ বা খায়,কারো নেই একটি কড়ি
    কারো থাকে কত বৈভব পাহাড়
    দুর্বল পায় উপেক্ষা অনাচার
জিত তবে,অসম গেলে জগত ছাড়ি।

দ্যাখো ঐ বলাকারা বেয়ে বেয়ে আকাশ
    যাচ্ছে সারি বেঁধে অবিকল যোদ্ধা
    সংসারে তাদেরও কত অনুরাধা
ফিরে গোধূলিতে, করে বিজয় উল্লাস।

আমাদের তখনই তো হবে বিজয়
    ফুটবে গোলাপ সবার হৃদয়ে
    ফুটবে হাসি যারা ধরা বলয়ে
হেরে গেলে,ছিলাম মৃৎ আবার মৃন্ময়।

0.00 avg. rating (0% score) - 0 votes