বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার মাতৃভাষা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার জননী,

বাংলা ভাষায় খুঁজে পাই

মধুর অমৃতের খনি।

 

বাংলা ভাষায় গান গায়

বাউল কবি পূর্ণদাস,

এ ভাষাতেই গান গেয়ে

চাষী মাঠে করে চাষ।

 

দোয়েল ফিঙে গাছে নাচে

কোকিল গাহে গান,

সেই গান শুনে চিত্ত ভরে

মাতাল করে প্রাণ।

 

এই ভাষাতেই কবিতা লিখে

বিশ্বকবি হলেন রবি,

এভাষাতে গান গেয়ে নজরুল

হলেন বিদ্রোহী কবি।

 

বাংলার মাঝি নৌকা চালায়

ভাটিয়ালি গানের সুরে,

বৈঠা বেয়ে নৌকা ভাসায়

সাদাপাল বাতাসে উড়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes