আমাদের গাঁয়ের পাশে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের গাঁয়ের পাশে অজয় নদীর বাঁকে,
বন শালিকের ঝাঁক নদীর চরে বসে থাকে।
রাঙা মাটির পথে যাত্রীরা আসে দলে দলে,
মাথায় বড়ো ঝাঁকা নিয়ে নদীর তটে চলে।
প্রভাতে পাখিরা সব যবে করে সুমধুর গান,
পুলকেতে চিত্ত ভরে আর মেতে ওঠে প্রাণ।
কলসী কাঁখে জল নিতে আসে গাঁয়ের যত মেয়ে,
গাঁয়েরমাঝি বৈঠা বায়, ভাটিয়ালি গান গেয়ে।
তাল সুপারি খেজুরের সারি পথের দুই ধারে,
দূরে ডাঙায় রাঙী গাই হাম্বা রবে ডাক ছাড়ে।
নদীর ঘাটে পড়ে আসে বেলা দিবসের শেষে,
পশ্চিমে রবি যায় অস্তাচলে দূরে পাহাড়ঘেঁষে।
আকাশজুড়ে তারা হাসে নামে সাঁঝের আঁধার,
একটু পরেই চাঁদ ওঠে জোছনা ছড়ায় চারিধার।