শেষের দিনের কবিতা

শেষের দিনের কবিতা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

যাবে একদিন শ্মশান ঘাটে

হবে তোমার জীবন-অবসান,

চিতার আগুনে পুড়ে যাবে

তোমার যত মান অভিমান।

 

ভবের হাটে এসে তুমি মন

সব কিছু করলে বেচাকেনা,

বাড়িগাড়ি, টাকা-পয়সা সব

কোন কিছু সঙ্গে যাবে না।

 

নাম ভজ নাম জপ ওরে মন

সুধা মাখা নাম জপ অবিরাম,

অন্তিমকালে মরণের পরেতে

ঠাঁই পাবে তুমি শ্রী বৈকুণ্ঠধাম।

 

দু-দিনের তরে এসে দুনিয়ায়,

দুঃখের আগুনে পুড়ে হয় ছাই,

লক্ষ্মণ ভাণ্ডারী তাই লিখে যায়,

শেষের দিনের এই কবিতায়।

0.00 avg. rating (0% score) - 0 votes