এক ছোট্ট ইশারার অপেক্ষায়

অল্প কিছু অভিপ্রায় জমে ছিল মনের কোণে
চেয়ে ছিলাম আলগা করতে শক্ত বাঁধনের টান
অতি সামান্য কিছু চাওয়া
তবুও কেন এতো কোলাহল।

বিষণ্ণ দুপুরে একাকী বসে
অকুল পাথারে চলেছি ভেবে
সামান্য ভালোবাসার স্পর্শের অনুভূতিও কি অপ্রাপ্য?
করছি পান, নিত্য নতুন বিস্বাদের বাক্যবাণ।

মর্মযন্ত্রণার আর্তনাদে পঙ্গু হৃদয়খানি
একদল অবুঝদের নিত্য টিটকারির গঞ্জনা
কিংবা অবাঞ্ছিত কোনও নিত্য নতুন চিত্রনাট্য
প্রতিনিয়ত মঞ্চস্থ আশেপাশের রঙ্গমঞ্চে।

নাটকের যবনিকার অন্তিমলগ্নে দেখি উদ্ধত
একদল ভিড় দাঁড়িয়ে অতি উদগ্রীবে
পরিচালকের এক ছোট্ট ইশারার অপেক্ষায়
হয়তো বেচারা ভাঙা মনকে নিয়ে মাতবে পিচাশ উল্লাসে।

0.00 avg. rating (0% score) - 0 votes