আজিকে জামাইষষ্ঠী

আজিকে জামাইষষ্ঠী

লক্ষ্মণ ভাণ্ডারী

 

জ্যৈষ্ঠেতে জামাই-ষষ্ঠী ভারি ধূম পড়ে,

হাসিখুশি আনন্দেতে ঘর ওঠে ভরে।

জামাতা আসিলে ঘরে পড়ে যায় সাড়া,

জামাতার আপ্যায়নে মেতে ওঠে পাড়া।

 

অন্ন ব্যঞ্জনাদি রাঁধে করিয়া যতন,

পলান্ন ক্ষীর পায়েস বিবিধ ভোজন।

চিনি পাতা দই আর মিষ্টান্ন ও আম,

ইলিশের মাথা চাই হোক যত দাম।

 

জামাতার আপ্যায়নে ব্যস্ত লোকজন,

ভাল করে করা হয় সব আয়োজন।

জামাইবাবুরে ডাকি আসনে বসায়,

ভোজনান্তে গুঁয়াপান শ্যালিকা সাজায়,

 

আজিকে জামাইষষ্ঠী ভারি ধূম হয়,

খুশির জোয়ার আসে সারা পাড়াময়।

0.00 avg. rating (0% score) - 0 votes