পূবের আকাশ রঙিন হয়

পূবের আকাশ রঙিন হয়

লক্ষ্মণ ভাণ্ডারী

 

পূবের আকাশ রঙিন হয় প্রভাত হলে পরে,

সোনার রবি ছড়ায় কিরণ অজয় নদীর চরে।

অজয় নদীর সরু বালি জলের মাঝখানে চর,

তারই পরে বক বসে শোভা অতি মনোহর।

 

নদী ঘাটে যাত্রী সকলে আসে রোজ দলেদলে,

গাঁয়েরমাঝি যাত্রীদের নিয়ে নৌকা বেয়ে চলে।

কলসী কাঁখে গাঁয়ের বধূরা আসে জল নিতে,

জল নিয়ে ঘরে ফিরে যায় রাঙা মাটির পথে।

 

সকালে বিকালে পার হয় ঘাটে কত লোকজন

সাঁঝেরবেলা আসে না কেহ নদীঘাট হয় নির্জন।

ক্লান্তপাখিরা ফিরে আসে নীড়ে করে কোলাহল,

অজয় নদী বয়ে চলে শুধু আপন বেগে কলকল।

 

নীল আকাশে তারারা ফোটে চাঁদের আলো ঝরে,

নিঝুমরাত্রি ঘুমায় একাকী অজয় নদীর বালুচরে।

0.00 avg. rating (0% score) - 0 votes