ঝড় উঠেছে নদীর কূলে
লক্ষ্মণ ভাণ্ডারী
ঝড় উঠেছে নদীর কূলে
নাইকো কূলে কেউ,
ফুঁসিছে নদী প্রবল বেগে
উপছে পড়িছে ঢেউ।
কালো মেঘে ঐ আঁধার নামে
যায় না কিছুই দেখা,
গরজিছে মেঘ, কাঁপিছে ভূধর
কূলে বসে আছি একা।
কালো মেঘে ঘনায়ে আঁধার
উঠিল দুরন্ত ঝড়।
নদী তটের বিশাল বটের
ডাল ভাঙে মড়মড়।
অশনি-ভরা বিজুলির আভা
ঝলসি উঠিছে মেঘে,
গাঁয়ের পথে গরু-বাছুর সব
ছুটিছে প্রবল বেগে।
ছিঁড়েছে পাল, ভেঙেছে হাল
মাঝি করে হায় হায়,
আমি শুধু একা বসে থাকি
অজয় নদীর কিনারায়।
বৃষ্টি ঝরিছে অঝোর ধারায়
পথে জমে কত জল,
গগনে-গগনে কালিমাখা মেঘ
গরজিছে অবিরল।
আকাশ পারে ঈশান কোণে
ঘুচে যায় কালো মেঘ,
বৃষ্টিসিক্ত এই ধরণীর পরে
থেমে যায় ঝড়ের বেগ।