আমার গাঁয়ের পথে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পথে
সকাল হতে
চলছে গরুর গাড়ি,
আম কাঁঠাল
সুপারি তাল
খেজুর গাছের সারি।
আমের শাখে
কোকিল ডাকে
পরাণ পাগল করে,
পাখিরা সব
করে কলরব
অন্তর ওঠে ভরে।
দিঘির ঘাটে
জল আনিতে
যায় বধূ কলসী নিয়ে,
স্নানের পরে
আসিছে ঘরে
ঘোমটা মাথায় দিয়ে।
পথের বাঁকে
উত্তর দিকে
অজয় নদীর ঘাট।
পূর্ব পশ্চিমে
আর দক্ষিণে
বিশাল সবুজ মাঠ।
দিনের শেষে
পাহাড় ঘেঁষে
সোনার রবি লুকায়,
আঁধার নামে
আমার গ্রামে
পাখিরা ফেরে বাসায়।
মন্দির মাঝে
কাঁসর বাজে
দেবীর আরতি হয়,
নদীর চরে
জোছনা ঝরে
শীতল বাতাস বয়।