মনে হয় হই অজয় নদী

মনে হয় হই অজয় নদী

MONE HAY HOI AAJAY NADI

লক্ষ্মণ ভাণ্ডারী

 

দুইতীরে মোর ছায়াঘেরা

ছোট গ্রাম থাকে যদি।

মনে হয়, যেন আমি হই

ছোট এক অজয় নদী,

 

রইবে আমার একধারেতে

সাদা কাশ ফুলের বন,

কাশবনে উড়বে শালিক

ভরে উঠবে নয়ন মন।

 

ঘাটে আমার রইবে বাঁধা

ছোট একখানি তরী,

জল নিয়ে যাবে বধূরা সব

মাটির কলসিতে ভরি।

 

পূব আকাশে উঠবে রবি

প্রতিদিন প্রভাত হলে,

ছোট মাছেরা করবে খেলা

আমার শীতল জলে।

 

হব আমি এক অজয় নদী

বইবো এঁকে বেঁকে,

দিয়ে যাবে ডাক শঙ্খচিল

দূরের আকাশ থেকে।

 

পশ্চিমে ঢলে সোনার রবি

দিন হলে সমাপন,

ক্লান্ত পাখিরা সকলে ফেরে

নীড়ে আপন আপন।

 

সাঁঝের বেলা কইবো কথা

চাঁদ ও তারার সাথে,

শেয়ালগুলো উঠবে ডেকে

থেকেথেকে মাঝরাতে।

0.00 avg. rating (0% score) - 0 votes