শীতল তরুর ছায়ায়
শীতল তরুর ছায়ায় ঘেরা ছোট আমাদের গ্রাম,
গাঁয়ের পথে পান্থশালায় পথিকেরা লয় বিশ্রাম।
আঁকা বাঁকা পথ চলেছে গাঁয়ের চারপাশ দিয়ে,
ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় মাথায় ফেরি নিয়ে।
গাঁয়ের প্রান্তে সবুজ মাঠে গরু ছাগল বেড়ায় চরে,
দিঘির জলে জাল ফেলে জেলেরা রুই মাছ ধরে।
পাড়ার ছেলে সাঁতার কাটে দিঘির শীতল জলে,
কলসী কাঁখে গাঁয়ের বধূরা দ্রুত-পদে ঘরে চলে।
উঠোনে বসে মাটির হাঁড়িতে কিষাণবধূ ভাত রাঁধে,
ছোট শিশুটি আঁখি মোছে শুধু, বসে উচ্চররে কাঁদে।
কুয়ো-তলায় ময়না চড়ুই দুজনেই মনের কথা কয়,
গোয়ালঘরে বলদ দুটোকে শক্তদড়ি দিয়ে বাঁধা হয়।
সাঁঝের বেলায় আঁধার নামে কিষানের মাটির ঘরে,
রাতের বেলা চাঁদের আলোকে জোছনা পড়ে ঝরে।