ভালোবাসার কাব্য – এক

আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!
একুশ বছরের এ শরীর একদিন
ছুঁয়ে ছিলো তাঁর শরীরঃ
যেন ঈশ্বরের ঈজেলে স্বর্গ।
সেই শরীর নেই – স্বর্গও তো নেই;
তবু জোনাকীর আলোয়
অন্ধকারে তাঁহারে খোঁজা।
আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!

0.00 avg. rating (0% score) - 0 votes