জন্মিলে মরিতে হবে

জন্মিলে মরিতে হবে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

মানব দেহ পচা দেহ মাটিতে মিশে যায়,

শ্মশানের জ্বলন্ত চিতায় পুড়ে হয় ছাই।

প্রাণহীন মানব দেহে পড়ে থাকে কায়া,

পৃথিবী হতে যায় চলে ছেড়ে সকল মায়া।

 

শ্মশানের চিতা সবার শেষ বেলার শয়ন,

সবাই কেড়ে নেবে তোমার অঙ্গের বসন।

সোনার দেহ কালি হবে, পুড়ে হবে ছাই,

ভাসে সবাই চোখের জলে করে হায় হায়।

 

টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে সবই পড়ে,

নিয়ে যাবে শ্মশানঘাটে বাঁশেরদোলা পরে।

শ্মশানে হবে ফুলশয্যা বাঁধবে সুখের ঘর,

অন্তিমকালে সবাই সেদিন হয়ে যাবে পর।

 

ভাগ্যের খাতায় লেখা আছে অবশ্যই মরণ,

জন্মিলে মরিতে হবে একদা জানে সর্বজন।

0.00 avg. rating (0% score) - 0 votes