এলো নতুন বছর

এলো নতুন বছর আর নতুন দিন,
সকলে প্রীতি আর শুভেচ্ছা নিন।
নববর্ষে আসুক যত নব নব আশা,
সবাকারে জানাই প্রীতি, ভালবাসা।

 

এলো নতুন বছর ও নতুন সকাল,
একটা বছর পরে আসে নতুন সাল।
পাখি সব গাহে সবুজ তরুর শাখে,
আমের গাছে গাছে কোকিল ডাকে।

 

নতুন বছর নিয়ে আসে নতুন আশা,
হৃদয়ে পুলক জাগে বাঁধে প্রীতির বাসা।
নববর্ষ করে দিকে দিকে নব আহ্বান,
উল্লাসিত আজি হেরি সবাকার প্রাণ।

 

নববর্ষের শুভেচ্ছা সবে করিও গ্রহণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

0.00 avg. rating (0% score) - 0 votes